দুই দিনব্যাপী কোরিয়ান চলচ্চিত্র উত্সব শুরু হচ্ছে আজ। শাহবাগের জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিকাল ৩টায় উত্সবের উদ্বোধন করবেন জাদুঘরের ডিরেক্টর জেনারেল ফয়জুল লতিফ চৌধুরী। উদ্বোধনী আয়োজনের পর শুরু হবে চলচ্চিত্র প্রদর্শন। বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের অংশ হিসেবে এ আয়োজনটি করা হয়েছে।
বিকাল ৩টা থেকে প্রতিদিন মোট দুটি চলচ্চিত্র দেখানো হবে। আজ উত্সবের প্রথম দিনে প্রদর্শিত হবে ‘অফিসার অব দ্য ইয়ার’ ও ‘অলওয়েজ’। আগামীকাল দেখানো হবে ‘মামা’ ও ‘সিক্রেটলি গ্রেটলি’। আগ্রহীরা বিনা টিকিটে এখানে এসে উপভোগ করতে পারবেন ভিনদেশী এ চলচ্চিত্রগুলো।