Search
Close this search box.
Search
Close this search box.

520dc54f93666-un-logo1স্বল্পোন্নত দেশে প্রযুক্তি সুবিধা অবারিত রাখতে জাতিসংঘ গঠিত ‘টেকনোলজি ব্যাংক’-এর উচ্চপর্যায়ের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের বিজ্ঞানী ফেরদৌসী কাদরী। গত বুধবার জতিসংঘের মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে মোট ১০ জন পরামর্শকের নাম ঘোষণা করেন।

বিবৃতিতে জানা যায়, জাতিসংঘের উন্নয়ন অংশীদার দেশ থেকে পাঁচ নারী ও পুরুষ নিয়ে গঠিত এ প্যানেলের নেতৃত্বে থাকছেন রুয়ান্ডার রোমেইন মুরেঞ্জি, যিনি ইতালির ‘ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্স’-এর নির্বাহী পরিচালকের দায়িত্বে রয়েছেন।

chardike-ad

বাংলাদেশের গবেষক ফেরদৌসী কাদরী শরীরের হজম-সংক্রান্ত বিদ্যা ও অভ্যন্তরীণ ক্ষয়জনিত রোগের ওপর একজন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। বর্তমানে তিনি আইসিডিডিআরবির সেন্টার ফর ভ্যাকসিন সায়েন্সেস কেন্দ্রের পরিচালকের দায়িত্বে রয়েছেন।

উন্নয়নশীল বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে অবদানের জন্য তিনি গত বছর দি ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের সিএনআর রাও পুরস্কার পান। তার আগের বছর পান ইনস্টিটিউট ডি ফ্রান্স ও রোদেফি মেরিউক্স ফাউন্ডেশনের ‘গ্র্যান্ড প্রাইজ’।