ভাবা যায়, মাত্র ৩০ সেকেন্ডে চার্জ হবে স্মার্টফোন? কল্পনা বা গুজব নয়, সম্প্রতি ইসরায়েরল ভিত্তিক স্টোরডট নামের এক কোম্পানি এ ধরনের একটি যন্ত্র উদ্ভাবন করেছে।
শুধু তাই নয়, ন্যানোডট নামের এ যন্ত্র দিয়ে কয়েক মিনিটের মধ্যেই একটি আস্ত ইলেকট্রিক কারও চার্জ করা যাবে।
স্টোরডট জানিয়েছে, ন্যানো টেকনোলজির সাহায্যে পেপটাইড অণু ব্যবহার করে এ যন্ত্র তৈরি করা হয়েছে।
স্টোরডট জানিয়েছে, ন্যানোডট টেকনোলজিসহ একটি ফোনের দাম সাধারণ ফোনের চেয়ে ১০০ থেকে ১৫০ মার্কিন ডলার বেশি হতে পারে। এই ৩ বছর মেয়াদি এই ফোন অন্তত দেড় হাজার বার রি-চার্জ করা যাবে।
এছাড়া একই প্রযুক্তি ব্যবহার করে স্টোরডট একটি ব্যাটারি তৈরি করেছে, যা সাধারণ ব্যাটারির চেয়ে বেশি চার্জ ধরে রাখবে। ২০১৬ সালের দিকে এ ব্যাটারির ব্যবহারযোগ্য সংস্করণ বাজারে আসতে পারে।
সূত্র: ইন্ডিয়া টুডে