ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগের মামলায় মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে তাকে হাজির করা হলে লতিফ সিদ্দিকী জামিন আবেদন না করায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পরপরই তাকে সিএমএম কোর্টে নিয়ে যাওয়া হয়।
এডভোকেট এ এন এম আবেদ রেজার দায়ের করা রমনা থানার মামলার শুনানিতে হাকিম বলেন, ‘যেহেতু আসামি জামিন আবেদন করেননি, সেহেতু তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হলো।’
গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী হজ্ব, মহানবী (স.) ও তাবলীগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করেন। বাংলাদেশের গণমাধ্যমে তার এই বক্তব্য প্রচার হওয়ার পর থেকেই তাকে গ্রেফতার করার ও শস্তি দেয়ার দাবি উঠে। আন্দোলনে নামে ইসলামী দলগুলো।
এরপর তাকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর পদ থেকে তাকে বাদ দেয়া হয়। সেই সঙ্গে দলীয় পদ থেকেও তাকে বাদ দেয়া হয়।
এরপর যুক্তরাজ্যে কিছুদিন অবস্থান করে সেখান থেকে ভারতে যান। গত রোববার হঠাৎ করেই বাংলাদেশে ফেরেন লতিফ সিদ্দিকী।