ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্য করায় দেশের বিভিন্ন আদালতে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইজিপিকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।