দক্ষিন কোরিয়ার রাজধানী সিউলে প্রতিদিন গড়ে ১৮৯টি যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। একই সময়সীমায় বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটাচ্ছেন গড়ে ৫৫টি দম্পতি। গত বছর সিউলের জনসংখ্যা, অর্থনীতি প্রভৃতি বিষয়ে পাঁচমিশালি একটি সমীক্ষার ফলাফলে এসব তথ্য পাওয়া গেছে।
ওই বছর সিউলে প্রতিদিন গড়ে ২৩০টি নবজাতক শিশু জন্ম নিয়েছে। বিপরীতে প্রতি চব্বিশ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ১১৫ জন। সর্বশেষ শুমারি অনুসারে সিউলের বর্তমান জনসংখ্যা ১ কোটি ৪ লাখ যা ১৯৬০ সালের তুলনায় ৪.৩ গুণ বেশী। সিউলবাসীদের বর্তমান গড় বয়স ৩৯.৭ বছর।
সিউলের অধীবাসীদের মধ্যে ৬৫ বা তদূর্ধ্ব বয়সীদের সংখ্যা ১২ লক্ষ এবং এদের প্রতি পাঁচজনে একজন একা থাকেন।
২০১৩ সাল নাগাদ সিউলে ২ লাখ ৪৪ হাজার বিদেশী নাগরিকদের বসবাস রয়েছে যা সিউলের মোট জনসখ্যার ২.৪ শতাংশ। এদের মধ্যে ১ লক্ষ ৩২ হাজারই চীনা নাগরিক। সংখ্যাগরিষ্ঠতায় এরপরের অবস্থানগুলোতে রয়েছে যথাক্রমে তাইওয়ান, জাপান ও যুক্তরাষ্ট্রের নাগরিকরা।