Search
Close this search box.
Search
Close this search box.

rainaভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডাকে সাড়া দিয়ে স্বচ্ছ ভারত অভিযানে সামিল হলেন সুরেশ রায়না।

ভারতীয় দলের অলরাউন্ডার আগেই জানিয়েছিলেন যে শ্রীলঙ্কার বিরুদ্ধে সফর শেষ হওয়ার পরেই তিনি উত্তরপ্রদেশ ফিরে যাবেন। নিজের শহরে ফিরেই ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারের কাজে নেমে পড়বেন তিনি। কথামতোই ভারতকে আরও একটু পরিষ্কার করার জন্য স্থানীয় বাসিন্দা এবং শিশুদের নিয়ে রাস্তা পরিষ্কার করলেন রায়না।

chardike-ad

বুধবার নিজের টুইটার অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট করেছেন বাম-হাতি এই ড্যাশিং ব্যাটসম্যান।

মোদির প্রচারণাকে সমর্থন জানিয়ে রায়না বলেছেন, পরিচ্ছন্নতা আমাদের সভ্যতার একটি প্রতিফলন এবং এটা এখন আর শুধু স্বপ্নে আটকে থাকবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির শুরু করা স্বচ্ছ ভারত অভিযানে সামিল হতে পেরে আমি খুশি।

রায়না বলেন, ‘প্রতিটি ভারতীয় নাগরিক তাদের চারপাশ পরিষ্কার রাখাকে দায়িত্ব হিসেবে বিবেচনা করে এই প্রচেষ্টায় সামিল হবে’।

রায়না টুইট করেছেন, ‘ স্বচ্ছ ভারত অভিযান দেশপ্রেমেরই একটি প্রতিশব্দ। আমার চ্যালেঞ্জ সম্পন্ন করে আমি গর্বিত’।

প্রসঙ্গত, নিজের লোকসভা কেন্দ্র বারানসি সফরের দ্বিতীয় দিনে স্বচ্ছ ভারত অভিযান এগিয়ে নিয়ে যেতে ৯ জনের নাম মনোনীত করেছিলেন মোদি। মনোনীতদের মধ্যে আছেন- প্রভীন কুমার, পিযূষ চাওলা ,আরপি সিং, বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লা, হকি খেলোয়াড় শ্রীজেশ, গায়িকা শ্রেয়া ঘোষাল, সনু নিগম এবং ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহাল এবং কে শ্রীকান্ত।

সূত্র:দ্যা হিন্দু