দামি স্মার্টফোনের ৩০ শতাংশ সংস্করণের উত্পাদন বন্ধ করবে কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং। মূলত খাতটির ব্যয় কমানোর লক্ষ্যেই উত্পাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ মোবাইল ডিভাইস নির্মাতা ও সরবরাহকারী প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক এক বিবৃতিতে এমনটাই জানায় প্রতিষ্ঠানটির বিনিয়োগকারী সম্পর্ক বিভাগের প্রধান রবার্ট ই। খবর ওয়াল স্ট্রিট জার্নাল।
সম্প্রতি নিউইয়র্কের এক সম্মেলনে এ তথ্য জানান রবার্ট ই। প্রতিষ্ঠানটির এক মুখপাত্রও বিষয়টি নিশ্চিত করেছেন। ওই মুখপাত্রের তথ্যমতে, প্রতিষ্ঠানটি তাদের উত্পাদিত স্মার্টফোনের সংস্করণ ২৫ থেকে ৩০ শতাংশ কমাবে। তবে কোন কোন সংস্করণ এ সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হবে, সে বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি।
জিয়াওমির মতো কম দামের স্মার্টফোন সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে বাজারে পাল্লা দিতে হলে কোরীয় প্রতিষ্ঠানটিকে তাদের ব্যয় কমাতে হবে। মূলত এ কারণেই উত্পাদন কমিয়ে কম দামের স্মার্টফোনের বাজারে মনোনিবেশের লক্ষ্যে স্যামসাং নতুন এ পরিকল্পনা গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।
গত অক্টোবরে প্রতিষ্ঠানটি তাদের আয়ের প্রতিবেদনে জানায়, বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) স্যামসাংয়ের মুনাফা কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় ৪৯ শতাংশ।
সম্প্রতি প্রতিষ্ঠানটির একজন নির্বাহী জানান, তারা কম দামের ডিভাইসে বিনিয়োগ বাড়াবে। এর মানে স্যামসাংয়ের দামি ডিভাইসগুলোর উত্পাদন হ্রাস পেতে পারে। আর এর মাধ্যমে তারা ব্যয় কমিয়ে বাজারে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, স্যামসাংয়ের জনপ্রিয় সিরিজ গ্যালাক্সির ডিভাইসগুলোর চাহিদা ফিকে হতে শুরু করেছে। এ অবস্থায় প্রতিষ্ঠানটির নতুন পরিকল্পনাকে স্বাগতও জানিয়েছেন অনেক বাজার বিশ্লেষক। তাদের মতে, প্রতিষ্ঠানটির উচিত তাদের ব্যয় হ্রাস করে গ্রাহক চাহিদা মাথায় রেখে নতুন ডিভাইস বাজারে আনা। এতে গ্রাহক চাহিদা রক্ষার পাশাপাশি ব্যয়ের দিক দিয়েও কুলিয়ে উঠতে পারবে স্যামসাং।
এ বিষয়ে ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠান এভারকোর আইএসআইএর বিশ্লেষক রবার্ট সিহরা জানান, স্যামসাংয়ের এ পরিকল্পনা যুগোপযোগী। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দামি স্মার্টফোনের উত্পাদন কমিয়ে কম দামের স্মার্টফোন বাজারে মনোনিবেশ প্রতিষ্ঠানটির জন্য ইতিবাচক ফল দিতে পারে।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে উল্লেখযোগ্য হারে মুনাফা কমার পর থেকে কোরীয় প্রতিষ্ঠানটি বিকল্প পরিকল্পনা করছে। তারা স্মার্টফোনের পাশাপাশি চিপ বাজারেও মনোনিবেশ করছে। আর মোবাইল ডিভাইসের বিভিন্ন সংস্করণের উত্পাদন কমিয়ে দেয়ার সাম্প্রতিক সিদ্ধান্ত আয়ের ক্ষেত্রে স্মার্টফোন বাজার থেকে প্রতিষ্ঠানটির নির্ভরশীলতা কমিয়ে আনার দিকেই ইঙ্গিত করে।