trolerঅবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে গভীর সমুদ্র থেকে ৬১৪ জন যাত্রীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় যাত্রীবাহী জাহাজটিকেও আটক করা হয়।

জাহাজাটি রাত ১০ টা নাগাদ সেন্টমার্টিনে পৌঁছতে পারে বলে জানিয়েছেন নৌ বাহিনীর লে. কমান্ডার মোস্তফা কামাল।

chardike-ad

সোমবার সকালের দিকে সেন্টমার্টিন থেকে ৫০ ন্যাটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে একটি জাহাজে অভিযান চালিয়ে এসব যাত্রীদের আটক করা হয়। আটক হওয়া সব যাত্রীকে বিদেশে পাচার করা হচ্ছিলো বলে নিশ্চিত করেছেন নৌবাহিনীর সদস্যরা।

লে. কমান্ডার মোস্তফা কামাল জানান,  সোমবার সকাল সাড়ে দশটায় নৌবাহিনীর সদস্যরা ‘বিএনএস দুর্জয়’ জাহাজে নিয়মিত টহল দেওয়ার সময় একটি জাহাজের গতিবিধি দেখে সন্দেহ করে। এরপর ওই জাহাজটি আটক করে সেখান থেকে ৬১৪ জন যাত্রীকে আটক করে।

প্রাথমিকভাবে জানা গেছে, আটক হওয়া যাত্রীদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক। সেখানে কিছু নারী ও শিশু রয়েছে বলে জানান তিনি।

মোস্তফা কামাল বলেন, জাহাজটি রাত ১০ টা নাগাদ সেন্টমার্টিনে পৌঁছতে পারে।