বিসিএস পরীক্ষায় ছাত্রলীগকে বিশেষ সুবিধার প্রতিশ্রুতি দেওয়া এবং ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তোপের মুখে রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। সরকার ও দলের ভেতরে-বাইরে কঠোর সমালোচনা হচ্ছে তার। এমনকি সোমবার মন্ত্রিসভার বৈঠকে এইচ টি ইমামের বক্তব্যের নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান মন্ত্রিসভার সদস্যরা ।
বৈঠক সূত্র জানায়, অনির্ধারিত আলোচনায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আরো কয়েকজন মন্ত্রী এইচ টি ইমামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অনেক সময় ধরে এইচ টি ইমামকে নিয়ে আলোচনা হয় ।
এ সময় সরকার বিব্রত হয়, এ ধরনের কথা বলা থেকে মন্ত্রীদের বিরত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া, বিবিসিকে দেওয়া এইচ টি ইমামের বক্তব্য প্রধানমন্ত্রীকে জানানো হলে তিনি বলেন, ‘তার সঙ্গে এ নিয়ে আমার কোনো কথা হয়নি।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারে যতগুলো অর্জন তা একটি বক্তব্যের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এইচ টি ইমাম যে কাজ করছেন, তাতে দল ও সরকারের ক্ষতি হয়েছে। ৫ জানুয়ারি শুধু পুলিশ বাহিনী কাজ করেনি, সব বাহিনীই কাজ করেছে।’
উল্লেখ্য, গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত জেলহত্যা দিবসের এক আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘ছাত্রলীগের যারা প্রতিদ্বন্দ্বী তাদের অন্য কোনো কাজ নেই। অথচ ছাত্রলীগ নেতা-কর্মীদের অনেক কিছুতেই ব্যস্ত থাকতে হয়। এজন্য লিখিত পরীক্ষায় একটু ভালো করলেই ছাত্রলীগের ছেলেদের চাকরি পাওয়ার ব্যাপারে বিবেচনা করা হবে। যেহেতু তোমাদের পড়ার সময় কম, তাই তোমরা রাত জেগে একটু পড়াশোনা করো। আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে তোমাদের পাশে দাঁড়ানো আমাদের উচিত। তোমরা কী মনে করো, তোমাদের প্রতি আমার ও নেত্রীর চেয়ে অন্য কারো দরদ বেশি আছে? আমরা তো জানপ্রাণ দিয়ে চেষ্টা করি।’
এ সময় তিনি আরো বলেন, ‘তোমাদের মধ্যে যারা সিনিয়র তাদের বিষয়ে আমরা চিন্তা করছি। ছাত্রলীগের বর্তমান নেতৃত্বের আগে যারা বেরিয়ে গেছে, তাদের এখন প্রতিষ্ঠা পাওয়া দরকার। তাদের প্রতিষ্ঠিত করতে হবে। তোমাদেরই দেশের ভবিষ্যৎ সরকারি চাকরি, ব্যবসাসহ সব ক্ষেত্রে সেরা হতে হবে। আমরা সব সময় তোমাদের পাশে আছি, ছিলাম, থাকব।’
এদিকে সোমবার সকালে সংবাদ সম্মেলন করে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি দাবি করেন, ৫ জানুয়ারির নির্বাচন ও ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতিষ্ঠিত করা নিয়ে দেওয়া বক্তব্য বিকৃত করা হয়েছে।
একটি মহল তাকে নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।