tarek photo_48918মানহানির মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

সোমবার মহানগর হাকিম রেজাউল করিম মামলাটি আমলে নিয়ে ১০ ডিসেম্বরের মধ্যে তারেক রহমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

chardike-ad

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকবন্ধু বলায় তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলাটি দায়ের করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক মো. মনির খান।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর লন্ডনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এক আলোচনা সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্য দেন।