ভারতের বেঙ্গালুরুতে বসবাসকারী মহাস্টা মুরেসি নিজের বয়স ১৭৯ বছর বলে দাবি করেছেন। তার জন্ম ১৮৩৫ সালে। শুধু ভারত বা এই উপমহাদেশে নয় সমগ্র বিশ্বে ১৭৯ বছরের এই বৃদ্ধই সবচেয়ে প্রবীণতম। তার নাম রয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও।
তবে এ খবরের সত্যতা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া না গেলেও ওয়েবসাইটির দাবি, মুরেসি নাকি এখন দুঃখ করে বলেন, ‘আমার চোখের সামনে আমার নাতি-নাতনিরা মারা গিয়েছে। কিন্তু মৃত্যু আমাকে গ্রাস করেনি। যমে বোধহয় আমাকে নিতে ভুলে গিয়েছে, আমি তাই মরার আশা ছেড়ে দিয়েছি।’
তবে তার জন্মনিবন্ধন সনদ ও পরিচয় পত্র দেখে তার বয়সের সত্যতা পাওয়া গেছে। যদিও কোন ডাক্তারী পরীক্ষার কাগজপত্র পাওয়া যায়নি। তিনি যে চিকিৎসককে শেষবার দেখিয়েছিলেন তিনিও ১৯৭১ সালে মারা গেছেন। তাই তার চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র থেকে তার সম্পর্কে খুবই কম তথ্যই পাওয়া গেছে।
ভারতের সরকারী কাগজপত্রের হিসেবে তার জন্ম ১৮৩৫ সালের ৬ই জানুয়ারী। আর ১৯০৩ সাল থেকে উত্তর প্রদেশের বেনারসের বসবাসকারী হিসেবে নথিপত্রে উল্লেখ রয়েছে। তিনি ১৯৫৭ সাল পর্যন্ত এই শহরে মুচির কাজ করেছেন। ১২২ বছর বয়সে তিনি তার কর্মজীবন থেকে অবসর নেন।
খবর ওয়ার্ল্ড নিউজ ডেইলি রিপোর্ট ডট কমের।