china-workshop
ফাইল ছবি

পূর্ব চীনের একটি গাজর প্যাকেটজাত কারখানায় আগুন লেগে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত আরও ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, ওই কারখানার ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ।

chardike-ad

গতকাল রোববার সন্ধ্যায় শ্যানডং প্রদেশের ওই কারখানাটিতে আগুন লাগে। কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুন লাগার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে কর্মপরিবেশে দুর্বলতার নজির আছে। দেশটির কারাখানাগুলোতে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

২০১৩ সালের জুনে দেশটির উত্তরপূর্বাঞ্চলে একটি মুরগি প্রক্রিয়াজাতকরণ কারখানায় আগুন লেগে ১২০ জন নিহত হয়েছিলেন।