খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালে গ্রেনেড বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
রোববার বেলা ১১টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নায়েক সুবেদার আবুল কাসেম ও সিপাহি হাসান।
নিহত আবুল কাসেমের গ্রামের বাড়ি কুমিল্লাতে। হাসানের বাড়ি গোপালগঞ্জ জেলায়।
আহতরা হলেন নায়েক সুবেদার মাসুদ রানা, সুবেদার সিরাজ, ল্যান্স নায়েক মাসিরুল ইসালাম, ক্যাপ্টেন সাইফুল ইসলাম। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, হতাহতরা ১৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্য ছিলেন। প্রশিক্ষণ চলাকালে হঠাৎ গ্রেনেড বিস্ফোরিত হয়। এতে দুজন নিহত হন। আহত হন চারজন।