মাত্র পাঁচ বছর বয়সেই মাইক্রোসফটের সার্টিফায়েড প্রফেশনালের স্বীকৃতি পেল পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক আয়ান কুরেইশি। এতে বিশ্বের সবচেয়ে ছোট কম্পিউটার বিশেষজ্ঞের খেতাবও পেয়েছে সে। পরীক্ষাটি কঠিন হলেও তার কাছে উপভোগ্য ছিল বলে আয়ান মন্তব্য করে।
আয়ানের বাবা আসিম কুরেইশি পেশায় একজন তথ্যপ্রযুক্তি পরামর্শক। তিনি বলেন, ‘আয়ানের স্মৃতিশক্তি খুব ভালো। তিন বছর বয়সেই কম্পিউটারে হাতেখড়ি হয় তার। প্রতিদিন দুই ঘণ্টা করে অপারেটিং সিস্টেম ও প্রোগ্রাম ইনস্টলের কৌশল নিয়ে কাজ করত আয়ান।’
আয়ান ইতিমধ্যে তার বাসায় নিজস্ব কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করেছে।
সূত্র : বিবিসি