মোবাইল ভিডিও সেবা আনতে কাজ করছে কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা স্যামসাং। স্যামসাং তাদের এ সেবার কোডনেম দিয়েছে ভোল্ট। সূত্রের পরিচয় না দিয়ে সাম্প্রতিক এক প্রতিবেদনে এমনটাই দাবি করে ইনফরমেশন। খবর টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে ইনফরমেশন জানায়, এ সেবা বাস্তবায়নে কয়েক লাখ ডলার বিনিয়োগ করতে যাচ্ছে কোরিয়ান প্রতিষ্ঠানটি। আর স্যামসাং প্রকল্পটির প্রধান হিসেবে নিযুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটির নতুন নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জন প্লিজেন্টকে। স্যামসাং গ্রাহকদের মাসিক সাবক্রিপশনের ভিত্তিতে এ সেবা প্রদান করবে বলেও প্রতিবেদনে জানানো হয়।
বিশ্লেষকদের মতে, নতুন সেবাটির মাধ্যমে নেটফ্লিক্সের মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় নামতে যাচ্ছে কোরিয়ান প্রতিষ্ঠানটি।
স্যামসাং ছাড়া আরো অনেক প্রতিষ্ঠান অনলাইন স্ট্রিমিং বাজারে প্রবেশের চেষ্টা করছে। এর মধ্যে অন্যতম হচ্ছে জিয়াওমি ও সফটব্যাংক। প্রতিষ্ঠান দুটি এ খাতে প্রবেশের লক্ষ্যে এরই মধ্যে দুটি প্রতিষ্ঠান অধিগ্রহণ করেছে। সনিও এ বাজারে প্রবেশের ঘোষণা দিয়েছে।