বাজার দখলে এগিয়ে যেতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে ফেসবুক, গুগল ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলো। গত কয়েক বছরে প্রতিষ্ঠানগুলো বিনিয়োগের ক্ষেত্রে নতুন নতুন রেকর্ড তৈরি করেছে। ধারণা করা হচ্ছে, সংশ্লিষ্ট বাজারে নিজেদের আধিপত্য বজায় রেখে সামনে এগিয়ে যেতে প্রযুক্তি কোম্পানিগুলো আরো অর্থ বিনিয়োগ করবে।
সাম্প্রতিক সময়ে প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ প্রবণতা লক্ষ করা যাচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান অধিগ্রহণের পাশাপাশি নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ প্রবণতা বাড়ছে। গ্লোবাল ইকুইটিস রিসার্চের বিশ্লেষক ট্রিপ চৌধুরীর মতে, বিনিয়োগই এ প্রতিষ্ঠানগুলোকে শীর্ষস্থান অর্জনের প্রতিযোগিতায় এগিয়ে রাখছে। এ কারণে প্রতিষ্ঠানগুলো অর্থ বিনিয়োগে কোনো কার্পণ্য করছে না।
উদাহরণ হিসেবে ফেসবুকের কথাই বিবেচনা করা যায়। প্রতিষ্ঠানটি সম্প্রতি মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপকে কিনে নেয়। আর এ অধিগ্রহণে প্রতিষ্ঠানটি ব্যয় করে ২ হাজার কোটি ডলার। ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস নির্মাতা ওকুলাসকে কিনতে প্রতিষ্ঠানটি ব্যয় করে ২০০ কোটি ডলার।
গুগলও পিছিয়ে নেই বিনিয়োগের ক্ষেত্রে। শীর্ষস্থানীয় মার্কিন সার্চ ইঞ্জিন বিভিন্ন খাতে তাদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে। এদিকে ফেসবুক ও গুগল উভয় প্রতিষ্ঠানই ইন্টারনেট সেবা প্রদানের চেষ্টা করছে। এ লক্ষ্যে গুগল প্রাথমিকভাবে বেছে নিয়েছিল এয়ার বেলুনকে। আর ফেসবুক পরিকল্পনা করছে ড্রোনের মাধ্যমে বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা প্রদানের। এ লক্ষ্যে ফেসবুক ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানও অধিগ্রহণ করেছে।
এদিকে গুগল ভার্চুয়াল রিয়েলিটি খাতে বিনিয়োগ করেছে ম্যাজিক লিপকে অধিগ্রহণের মাধ্যমে। মার্কিন সার্চ ইঞ্জিনটি রোবটিকস, স্বয়ংক্রিয় গাড়িতেও বিনিয়োগ করছে। সাধারণত নতুন নতুন খাতে যেসব প্রতিষ্ঠান সেবা প্রদানে এগিয়ে থাকবে, দিন শেষে তারাই লাভবান হবে এবং বাজার দখলে এগিয়ে থাকবে।
মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনও পিছিয়ে নেই বিনিয়োগের ক্ষেত্রে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজস সম্প্রতি বিশ্বের শীর্ষ প্রধান নির্বাহী কর্মকর্তার মর্যাদা পেয়েছেন। নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়ার অবদানের কারণেই জেফ বেজস এ মর্যাদা পান। প্রতিষ্ঠানটি গ্রাহকদের অল্প সময়ে পণ্য সরবরাহের লক্ষ্যে এরই মধ্যে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি সিরির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সেবার উদ্বোধন করে। আগামীতেও ফেসবুক, গুগল ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠান বাজার দখলে এগিয়ে থাকতে বিনিয়োগের ধারা অব্যাহত রাখবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
বিশ্লেষকদের মতে, বিনিয়োগের ক্ষেত্রে সময়ও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক সময়ে বিনিয়োগের অভাবে এইচপি ও আইবিএমের মতো প্রতিষ্ঠান প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে। এ কারণে এগিয়ে যাওয়ার মূলনীতি হিসেবে প্রতিষ্ঠানগুলো যথাসময়ে উপযুক্ত বাজারে বিনিয়োগকেই বিবেচনা করছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।