চট্টগ্রামের অভিজাত ও চার তারকা মানের বিলাসবহুল আবাসিক হোটেল আগ্রাবাদ হোটেলে অভিযান চালিয়ে ৯৬ জন নারী-পুরুষকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাত সাড়ে ১১টার দিকে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে মাদক সেবন ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এই বিপুল সংখ্যক নারী-পুরুষকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আটককৃতদের মধ্যে ১৪ জন নারী এবং ৬২ জন পুরুষ।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার হাসান চৌধুরী আগ্রাবাদ হোটেলে অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ৯৬ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। এ ছাড়া হোটেল থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে।’
প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান পরিচালিত হয় বলে অভিযানে থাকা গোয়েন্দা পুলিশের সদস্যরা জানিয়েছেন।
আটককৃতদের রাতেই চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।