Search
Close this search box.
Search
Close this search box.

anisulআইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, রাষ্ট্রপতির কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ক্ষমা প্রার্থনার সাত দিন এখনো শেষ হয়নি।

শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

chardike-ad

আনিসুল হক বলেন, যে রায় আছে তার ওপরে তো আমাদের ব্যবস্থা নিতে হবে। জেল কোডের ৯৯১ বিধি মোতাবেক রায় জানার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার জন্য আসামিকে সাত দিনের সময় দিতে হয়। সেটা তাকে (কামারুজ্জামান) দেওয়া হয়েছে। সেই সাত দিন তো এখনো শেষ হয়নি।

রোববার সাত দিন শেষ হচ্ছে, এর পরই রায় কার্যকর হবে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি কিছু জানি না।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিধিতে কাগজপত্র দিয়ে রায়ে জানাতে হবে, সেটা নেই। আমি যতদূর জেনেছি তাকে (কামারুজ্জামান) জানানো হয়েছে, রায় শোনানো হয়েছে। তাকে বলা হয়েছে যে, আপনার আপিল ডিসমিস হয়েছে এবং আপনার মৃত্যুদণ্ড বহাল আছে।’

এর আগে আইনমন্ত্রী বলেছিলেন, রায় কার্যকরের ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার জন্য সাত দিন সময় পাবেন।