manholeএবার ম্যানহোলের ঢাকনা চুরি করার অপরাধে দক্ষিণ কোরিয়ার বুসানে ৩৪ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি বেশ কয়েকজন পথচারী উন্মুক্ত ম্যানহোলে পড়ে আহত হলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে স্থানীয় পুলিশ।

পুলিশের তদন্তে জানা যায়, ঐ এলাকার ৫ কিলোমিটারের মধ্যে ২২ টি ম্যানহোলের ঢাকনা চুরি করা হয়েছে। তদন্ত শেষে বুসানের খাংসো পুলিশ স্টেশন নিশ্চিত করে কিম নামের ঐ ব্যক্তিই এইসব ম্যানহোল চুরিগুলো করেছেন। চুরি হওয়া এসব ঢাকনার বর্তমান বাজার মূল্য প্রায় ১.৩ মিলিয়ন উওন ( ১,২৪০ মার্কিন ডলার) বলে জানিয়েছে পুলিশ। আটকের পর কিম অপরাধ স্বীকার করে বলেন, ব্যক্তিগত অভাবের তাড়না থেকেই তিনি এরকম অন্যায় কাজ করেছেন।

chardike-ad