৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি ২০১৫-তে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) পরীক্ষার এই তারিখ ঘোষণা করেছে।
এর আগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এ পরীক্ষা নেওয়ার কথা বলা হলেও রেকর্ড ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন আবেদনকারীর জন্য ‘সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থাপনা নিশ্চিত করতে’ ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০০ নম্বরের। এটি নতুন নিয়ম। এমসিকিউ পদ্ধতিতে দুই ঘণ্টায় এ পরীক্ষা নেওয়া হবে। এত দিন ১ ঘণ্টায় ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হতো।
এছাড়া পরীক্ষার আসনবিন্যাস ও অন্যান্য বিষয় পরে সংবাদমাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।