ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রাণনাশের হুমকি দিয়েছে পাকিস্তানি তালেবান সংগঠন জামাত-উল-আহরা। সম্প্রতি এক টুইট বার্তায় এ হুমকি দেয় জঙ্গি ও সংগঠনের মুখপাত্র এহসানুল্লাহ এহসান।
বুধবার ভারতের বার্তা সংস্থা ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াগাহ সীমান্তে হামলার দায় স্বীকারের পর জঙ্গি সংগঠনটি মোদিকে হত্যার হুমকি দিয়েছে।
এহসানুল্লাহ এহসান টুইটার বার্তায় মোদির উদ্দেশে লেখেন, ‘আপনি কয়েক হাজার মুসলিমের হত্যাকারী। কাশ্মীর ও গুজরাটের নির্দোষ মানুষের মৃত্যুর বদলা আমরা নেব।’
রয়টার্সের বরাতে আরেক সংবাদ মাধ্যম জি নিউজ এক খবরে বলেছে, এহশান জানিয়েছেন, “আমি ইতিমধ্যেই মোদিকে জানিয়ে দিয়েছি। আমাদের আত্মঘাতী জঙ্গিরা যদি সীমান্তের এপারে যেমন নাশকতা চালাতে পারে, তেমনিই ওপারেও হামলা করতে সক্ষম।”
উল্লেখ, গত রোববার ভারত-পাকিস্তানের ওয়াগাহ সীমান্তে এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৬১ জন নিহত হয়।