সাম্প্রতিক বছরগুলোতে ওইসিডিভুক্ত দেশসমূহের মধ্যে চতুর্থবারের মতো কোরিয়ার শিশুরা সবচেয়ে বেশী অসুখী বলে বিবেচিত হয়েছে। প্রকাশিত সর্বশেষ সমীক্ষায় কোরিয়ান স্কুলপড়ুয়া ছেলেমেয়েদের ৬০.৩ শতাংশ নিজেদের জীবন নিয়ে সুখী বলে জানিয়েছে।
অসুখী হওয়ার প্রধান কারনগুলোর মধ্যে উঠে এসেছে অবসর সময় ও শখের অভাব, পড়াশুনার অত্যধিক চাপ প্রভৃতি।
এর আগে ২০০৯, ‘১০ ও ‘১২ সালেও কোরিয়ান শিশুরা উল্লেখিত সংস্থার দেশগুলোর মধ্যে সুখের সূচকে সবচেয়ে পিছিয়ে ছিল।
সূচকে ৯৪.২ শতাংশ সুখী শিশুর দেশ হিসেবে সবার উপরে রয়েছে নেদারল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে আইসল্যান্ড (৯০.২ শতাংশ) ও ফিনল্যান্ড (৮৯.২ শতাংশ)।