Search
Close this search box.
Search
Close this search box.

kim jong unসুস্থ হয়ে উঠেছেন উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন। তার স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মুহূর্তে দেশটির গণমাধ্যমে তার ছবি প্রকাশ করা হয়েছে। যাতে কিমকে লাঠি ছাড়াই হাঁটতে দেখা গেছে। এর এক মাসে আগে প্রকাশিত ছবিতে এই নেতাকে লাঠিতে ভর দিয়ে হাঁটতে দেখা যায়।

গত মাসে কিম এর ছবি প্রকাশের পূর্বে ছয় সপ্তাহ কিমকে কোনো প্রকাশ্য সভা বা কর্মকাণ্ডে অংশ নিতে দেখা যায়নি।

chardike-ad

উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানায়, সোমবার সেনাবাহিনীর সঙ্গে একটি বৈঠকে অংশ নিয়েছেন কিম। এছাড়া গতকাল মঙ্গলবার অংশগ্রহণকারীদের সঙ্গে কিম ছবিতে পোজ দিয়েছেন।

এ্রর আগে অক্টোবরের একটি রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে পারেননি দেশটির প্রধান। আর তা নিয়ে চারদিকে গুঞ্জন তৈরি হয়। দক্ষিণ কোরিয়া অভিযোগ করেছিলো কিমকে আটক করা হয়েছে।–বিবিসি।