Search
Close this search box.
Search
Close this search box.

fasi_kamrujjaman

ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান বলেছেন, যে আদর্শের জন্য তিনি লড়েছেন সেই আদর্শের কারণেই প্রাণ দিতে প্রস্তুত আছেন।

chardike-ad

বুধবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পরিবারের সদস্যরা দেখা করতে গেলে কামারুজ্জামান এ মন্তব্য করেন। এ কথা জানিয়েছেন তার ছেলে হাসান ইকবাল।

সাক্ষাৎ শেষে কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি।

এ সময় তিনি জানান, তার বাবা বলেছেন, যে আদর্শের জন্য এতোদিন তিনি লড়াই করে এসেছেন সে আদর্শের জন্য প্রাণ দিতে প্রস্তুত আছেন।

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা- এমন প্রশ্নের জবাবে হাসান ইকবাল বলেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।