প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়া হবে। এ সময়ের মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদন হবে ২৪ হাজার মেগাওয়াট। সরকার মিয়ানমার থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানির উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।
বুধবার সকালে হোটেল সোনারগাঁওয়ে সোলার হোম সিস্টেমের সংখ্যা ৩০ লাখ অতিক্রম উদযাপন অনুষ্ঠানে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, সোলার প্যানেলের দাম কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে।