Search
Close this search box.
Search
Close this search box.

amirপরীক্ষার হল থেকে শুরু করে সিনেমার পরিচালক, অভিনেতা কে টুকে না বলুন তো? তাহলে আমির খান টুকলেই বা এত সমালোচনা কেন? বিশেষ করে আমিরের মতো প্রতিভাবান যদি টুকেন তাহলে উৎকৃষ্ট কিছু হওয়ারই সম্ভাবনা থাকে।

আমিরের ‘পিকে’ মুক্তি পাচ্ছে ডিসেম্বরে৷ আপাতত আমিরকে নিয়ে যত সমালোচনা ‘পিকে’কে ঘিরেই৷ পোস্টারে নগ্ন শরীরে রেডিও হাতে আমিরকে নিয়ে প্রাথমিক বিতর্ক সামলে ওঠার পর এখন নতুন প্রসঙ্গ মিস্টার বিনকে আমিরের নকল করার চেষ্টা।

chardike-ad

আজ্ঞে হ্যাঁ৷ মিস্টার বিন ওরফে রোয়ান অ্যাটকিনসনকে নাকি ‘পিকে’তে হুবহু নকল করেছেন আমির৷ পোশাকে নকল নয়৷ নকল করেছেন বডি ল্যাঙ্গুয়েজ৷ কপালের ভাঁজ থেকে শুরু করে কুলোর মতো কান, গুলির মতো গোল গোল চোখ, এসবই হয়তো নেহাতই আমিরোচিত৷

কিন্তু আ্যাটকিনসন ও পিকের আমিরের ছবি পাশাপাশি রাখলে বোঝা যাচ্ছে দুজনের মধ্যে একশো মিল খুঁজে পাওয়া যাবে৷ পিকে মুক্তি পাচ্ছে ১৯ ডিসেম্বর৷তার আগেই ছবি নিয়ে প্রচুর সমালোচনা এবং প্রতিসমালোচনা৷

কিন্তু আমির সেসবের যোগ্য জবাব দিতে পারলেন কিনা সেটা ছবি মুক্তির পরই বোঝা যাবে৷