দলের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখায় সারাদেশে হরতাল করছে জামায়াতে ইসলামী। বুধবার সকাল ৬টা থেকে দলটির হরতাল কর্মসূচি শুরু হয়।
গত সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে কামারুজ্জামানের আপিলের রায় ঘোষণা হয়। এতে ট্রাইব্যুনালের ফাঁসির রায় বহাল থাকায় বুধবার হরাতালের ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান।
এর আগে গত রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মীর কাশেম আলীর ফাঁসির রায় দেওয়ায় আগামীকাল বৃহস্পতিবারও হরতাল দিয়েছে জামায়াত।
বুধবার সকাল থেকে রাজধানীতে যান চলাচল প্রায় স্বাভাবিক দেখা গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রাজধানীর অভ্যন্তরীণ সড়কে উল্লেখযোগ্য পরিমাণে গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। তবে প্রাইভেট গাড়ি তেমন দেখা যাচ্ছে না। সড়কে তেমন যানজটও দেখা যাচ্ছে না।
হরতালে নাশকতা ঠেকাতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।