পবিত্র কোরআন অবমাননার দায়ে পাকিস্তানের এক খ্রিস্টান দম্পতিকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ মুসলিম জনতা।
পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের রাজধানী লাহোরের ৬০ কিলোমিটার দূরে অবস্থিত কোট রাধা কৃষ্ণ শহরে এ ঘটনা ঘটেছে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, ‘পবিত্র কোরআন অবমাননা করার অভিযোগে একদল উত্তেজিত মানুষ একটি ইটভাটার ক্লিমে তাদের ছুড়ে ফেলে। এতে ঐ দম্পতি পুড়ে ভস্মীভূত হয়ে মারা যায়।’
আরো বলা হয়েছে, সোমবার পবিত্র কোরআন অবমাননার অভিযোগ ওঠে শামা ও শেহজাদ দম্পতির বিরুদ্ধে। মঙ্গলবার তাদের কর্মস্থলে (ইটভাটা) তাদেরকে পুড়িয়ে হত্যা করা হয়।’
পাকিস্তানে ধর্ম অবমাননা আইন খুবই কড়া। এ ধরনের অভিযোগের বিচারে অনেকেরই মৃত্যুদ- হয় দেশটিতে। আবার জনতার হাতেও অনেকে আক্রান্ত হন। মঙ্গলবারের ঘটনা তেমনই। তবে বিচারহীন এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শাস্তি দাবি করেছে পাকিস্তান খ্রিস্টান সম্প্রদায়।