Search
Close this search box.
Search
Close this search box.

pakistanপবিত্র কোরআন অবমাননার দায়ে পাকিস্তানের এক খ্রিস্টান দম্পতিকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ মুসলিম জনতা।

পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের রাজধানী লাহোরের ৬০ কিলোমিটার দূরে অবস্থিত কোট রাধা কৃষ্ণ শহরে এ ঘটনা ঘটেছে।

chardike-ad

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, ‘পবিত্র কোরআন অবমাননা করার অভিযোগে একদল উত্তেজিত মানুষ একটি ইটভাটার ক্লিমে তাদের ছুড়ে ফেলে। এতে ঐ দম্পতি পুড়ে ভস্মীভূত হয়ে মারা যায়।’

আরো বলা হয়েছে, সোমবার পবিত্র কোরআন অবমাননার অভিযোগ ওঠে শামা ও শেহজাদ দম্পতির বিরুদ্ধে। মঙ্গলবার তাদের কর্মস্থলে (ইটভাটা) তাদেরকে পুড়িয়ে হত্যা করা হয়।’

পাকিস্তানে ধর্ম অবমাননা আইন খুবই কড়া। এ ধরনের অভিযোগের বিচারে অনেকেরই মৃত্যুদ- হয় দেশটিতে। আবার জনতার হাতেও অনেকে আক্রান্ত হন। মঙ্গলবারের ঘটনা তেমনই। তবে বিচারহীন এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শাস্তি দাবি করেছে পাকিস্তান খ্রিস্টান সম্প্রদায়।