সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল হাসা প্রদেশে অজ্ঞাতা বন্দুকধারীদের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রিয় বার্তা সংস্থা।
আল হাসা প্রদেশের আল আহসা জেলার আল দালবা টাউনের এ ঘটনায় আরো নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র।
তিনি বলেন, “নাগরিকদের একটি দল একটি ভবন ত্যাগ করার সময় তিনজন মুখোশধারী তাদের দিকে মেশিনগান ও পিস্তল থেকে গুলি ছোঁড়ে।”
ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে জানালেও আর বিস্তারিত কিছু জানাননি তিনি। সুন্নি বাদশা শাসিত সৌদি আরবে শিয়া সংখ্যালঘুদের দুটি প্রধান কেন্দ্রের অন্যতম আল আহসা জেলা, অপরটি আল কাতিফ জেলা।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একটি ভবনের সামনে রক্তের মাঝে একটি লাশ পড়ে আছে, আর চারপাশে ভিড় করা মানুষ সাহায্য চেয়ে চিৎকার করছে।
আরেকটি ভিডিওতে ভবনটির রক্তাক্ত প্রবেশ পথে এক ব্যক্তিতে গুলির খোসা হাতে দেখা যায়, দেখে ভবনটিকে শিয়া মসজিদ বলে ধারণা করছেন বিশ্লেষকরা।