Search
Close this search box.
Search
Close this search box.
tamim_iqbal_different_role (Custom)
তাঁকে বলা হয় বাংলাদেশের ব্যাটিংয়ের ‘টর্নেডো’। নামের পাশে অপরাজিত ৭৪ রানের অংকটা তাই মোটেও বেমানান নয়। তবে তামিমের ব্যাট থেকে যদি সেটা আসে ২৫০ বলে তখন আপনি ভুরু কুঁচকাতে বাধ্য বৈকি! খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন পুরোটাই উইকেটে কাটিয়ে খেলে ফেলেছেন ক্যারিয়ারে এ যাবতকালের সবচেয়ে দীর্ঘ ইনিংস। সময়টা মোটেও ভালো যাচ্ছে না এ ওপেনারের, দারুণ এক শতকে তামিম কি পারবেন সমালোচকদের মুখে ক্ষণিকের জন্যে হলেও কুলুপ আটতে? সেটা জানতে চোখ রাখুন দ্বিতীয় দিনের খেলায়। ছবিঃ ক্রিকইনফো।