মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলী রায় ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেছেন, “পুরো ঘটনা সাজানো। মিথ্যা সাক্ষী, কালো আইন। শিগগির সত্যের বিজয় হবে।”
ট্রাইব্যুনালে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে এই কথাগুলো বলার পর পুলিশ তাকে এজলাস থেকে নিযে চলে যায়।
এর আগে বিচারপতি ওবাইয়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেন। তার বিরুদ্ধে আনা ১২টি অভিযোগের মধ্যে ১০টি অভিযোগ প্রমাণিত হয়েছে।