জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায়।
বিচারপতি ওবাইদুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করবেন।
রোববার সকাল থেকেই ট্রাইব্যুনালের ভেতর, প্রবেশ পথ, কদমফোয়রা থেকে দোয়েল চত্বরসহ আশপাশে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
এছাড়া সাদা পোশাকেও দায়িত্ব পালন করছে সরকারের গোয়েন্দা সংস্থার সদস্যরা। সন্দেহজনক কাউকে মনে হলেই তল্লাশি করছে পুলিশ।
রায়ের সংবাদ সংগ্রহের জন্য জড়ো হয়েছেন দেশ-বিদেশের শতাধিক গণমাধ্যমের কর্মীরা।