barsaএবার নিজেদের মাঠেই হারল বার্সেলোনা। গত ২৬ অক্টোবর এল ক্লাসিকোতে রিযাল মাদ্রিদের কাছে ৩-১ গোলের ব্যবধানে হেরেছিল বার্সেলোনা। এ নিয়ে পর পর দুই ম্যাচে পয়েন্ট হারাল বার্সা। শনিবার সেল্টা ভিগো জিতেছে ১-০ গোলে। দিনের অপর ম্যাচে রিয়াল মাদ্রিদ ৪-০ গোলে হারিয়েছে গ্রানাডাকে।

ন্যূ ক্যাম্পে খেলার শুরু থেকেই মেসি-নেইমাররা চাপের মধ্যে রাখে সেল্টা ভিগোর খেলোয়াড়দের। প্রথমার্ধ গোল শূন্য থাকে। বেশ কয়েকটি আক্রমণ রুখে দেন সেল্টার গোলরক্ষক সার্জিও আলভারেজ। খেলার দ্বিতীয়ার্ধেও বেশিরভাগ সময় বল থাকে বার্সার খেলোয়াড়দের দখলে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ১০ মিনিটের মাথায় সেল্টাকে এগিয়ে নেন লারিভে। এরপর একাধিকবার মেসি-নেইমাররা গোলের সুযোগ পেলেও সে সুযোগ রুখে দেন গোলরক্ষক।

chardike-ad

খেলার ৮০ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে করা ফ্রি কিক কাজে লাগাতে পারেননি মেসি। নেইমার ও সুয়ারেজ একাধিক আক্রমণ করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত ১-০ গোলে হার মেনেই মাঠ ছাড়েন মেসি-নেইমাররা।
নিজেদের মাঠে এর আগে শেষবার গোল করতে ব্যর্থ হয়েছিল বার্সেলোনা ২০১১ সালে। সেবার সেভিয়ার বিরুদ্ধে লা লিগার ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছিল।