3af06bd052dfbff7b4dbfe6d58f5e971-Untitled-5ভিয়েতনামের প্রধানমন্ত্রী ওয়েন টং ডংকে ‘আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ দিয়েছে এশিয়ন ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন—অ্যাসোসিও। গত বুধবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর হাতে পুরস্কার তুলে দেন অ্যাসোসিওর কর্মকর্তারা। হ্যানয়ে অ্যাসোসিওর ৩১তম সম্মেলনের প্রথম দিনেই এ পুরস্কার দেওয়া হলো।

অ্যাসোসিওর সভাপতি আবদুল্লাহ এইচ কাফি বলেন, ভিয়েতনামে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির উন্নয়নে ব্যাপক অবদান রাখায় দেশটির প্রধানমন্ত্রীকে অ্যাসোসিওর এ পুরস্কার দেওয়া হলো। ভিয়েতনাম আইসিটি ব্যবহার করে কৃষির উন্নয়ন করছে। দেশটির ৭২ শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। সরকার এখন চিন্তা করছে কৃষকের হাতে ট্যাবলেট কম্পিউটার তুলে দেওয়ার।

chardike-ad

গত বৃহস্পতিবার জাপানের প্রতিনিধিদের দেওয়া নৈশভোজের মাধ্যমে শেষ হয়েছে অ্যাসোসিওর চলতি বছরের সম্মেলনের মূল অংশ। এবারের সম্মেলনে কৃষি খাতে প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দেওয়া হয়েছে। ভিয়েতনাম ইনফরমেশন সার্ভিসেস অ্যালায়েন্স—ভিনাসার আয়োজনে এ সম্মেলনে ৯৭টি সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

চলতি বছরের সম্মেলন নিয়ে আবদুল্লাহ এইচ কাফি বলেন, এবারের কৃষি খাতে প্রযুক্তির ব্যবহারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এশিয়ার ৭০ শতাংশ দেশ কৃষিনির্ভর। তাই এ খাতে আইসিটির ব্যবহার বাড়ানো দরকার। জাপান ও অস্ট্রেলিয়া এরই মধ্যে কৃষিতে আইসিটির ব্যবহারে সফল হয়েছে। এ দুটি দেশ অন্যান্য দেশকে সহযোগিতাও করতে চায়। আর এ ব্যাপারে সর্বাত্মক কাজ করবে অ্যাসোসিও। অ্যাসোসিওর পরবর্তী সম্মেলন হবে মালয়েশিয়ায়।
—পল্লব মোহাইমেন, হ্যানয় (ভিয়েতনাম) থেকে