Search
Close this search box.
Search
Close this search box.
national gridজাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী ঢাকাসহ পুরো দেশ। ভারত থেকে সরবরাহকৃত লাইনে ত্রুটি দেখা দেয়ায় শনিবার বেলা ১১টার পর বন্ধ হয়ে গেছে আশুগঞ্জের ছয়টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন। এতে এই বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।
পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক এমএ বাকি বলেন, জাতীয় গ্রিড বসে গেছে। তাই সারাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। কখন নাগাদ ফের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা বলা মুশকিল।
বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে কাজ চলছে। শনিবার বিকেল ৫টা নাগাদ বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে বিদুৎ বিভাগ।
আমাদের প্রতিনিধিদের সূত্রে জানা গেছে দেশের কোথাও বিদ্যুৎ নেই। ইতিমধ্যে ইন্টারনেট ব্যবস্থাও নাজুক হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকায় সারাদেশের মানুষেরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই নতুন বার্তা অফিসে ফোন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে কখন তা জানতে চেয়েছেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু আশ্বস্ত করেছেন, জরুরি ভিত্তিতে কাজ চলছে। কয়েক ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, বিদ্যুৎ না থাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিশেষ ব্যবস্থায় সীমিত আকারে চলছে এসবের কার্যক্রম।