Search
Close this search box.
Search
Close this search box.

bimanযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শুক্রবার যাত্রীবাহী একটি মহাকাশযান বিধ্বস্ত হয়েছে। ভার্জিন গ্যালাকটিক কোম্পানির যানটি পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনায় এর এক পাইলট নিহত এবং অপর একজন মারাত্মক আহত হয়েছেন।

কয়েক দিন আগে আরেকটি বেসরকারি মহাকাশ কোম্পানির স্পেসশিপ মোজাভ মরুভূমিতে বিধ্বস্ত হয়েছিল। উপর্যুপরি দুটি দুর্ঘটনা বাণিজ্যিকভাবে মহাকাশযান পরিচালনার কার্যক্রমে তথা মহাকাশ পর্যটনে বড় ধরনের আঘাত বিবেচিত হচ্ছে।

chardike-ad

টিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার ভার্জিন গ্যালাকটিক স্পেসশিপটি বিধ্বস্ত হওয়ার পর দুটি বড় টুকরা আকারে মাটিতে নেমে আসে। কোম্পানি জানিয়েছে, যানটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এক মাইলেরও বেশি জায়গাজুড়ে জঞ্জাল ছড়িয়ে পড়েছে। জঞ্জালের মধ্যেই নিহত এক পাইলটের লাশ পাওয়া যায। দ্বিতীয় পাইলট প্যারাসুট দিয়ে নেমে আসতে সক্ষম হন। তবে তিনি মারত্মক আহত হয়েছেন।