Search
Close this search box.
Search
Close this search box.

alibabaচীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা জানিয়েছে, তাদের অনলাইন বিক্রি আগামী দুই বছরের মধ্যে গ্লোবাল রিটেইল জায়ান্ট ওয়ালমার্টের বিশ্বব্যাপী বিক্রিকেও ছাড়িয়ে যাবে। খবর সিনহুয়া।

পূর্ব চীনের হাংজো শহরে আয়োজিত গ্লোবাল ই-কমার্স সামিটে আলিবাবার প্রেসিডেন্ট চিন চেয়ানহাং বলেন, আগামী দুই বছরের মধ্যে আলিবাবার অনলাইন রিটেইল বিক্রির পরিমাণ ওয়ালমার্টের বিক্রি ছাড়িয়ে যাবে।

chardike-ad

চলতি বছরের প্রথমার্ধে আলিবাবার মোট বিক্রির পরিমাণ ছিল ৯৩১ বিলিয়ন ইউয়ান (১৫১ বিলিয়ন ডলার)। দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির বিক্রির পরিমাণ হয়েছে ৫০১ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের তুলনায় ৪৫ শতাংশ বেশি। বণিকবার্তা।