Search
Close this search box.
Search
Close this search box.

tareq_rahman_1‘তারেক রহমানের পরামর্শে বিএনপি অধ্যাপক গোলাম আযমের নামাজে জানাজায় অংশগ্রহণ করেনি’ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নিজেই। গতকাল শুক্রবার বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে লন্ডন থেকে টেলিফোনে তিনি এ প্রতিবাদ জানান।
তারেক রহমান বলেন, গোলাম আযমের নামাজে জানাজা নিয়ে তাকে জড়িয়ে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন ও মনগড়া। নামাজে জানাজায় অংশগ্রহণের বিষয়ে বিএনপির কোনো নেতাকেই তিনি কিছু বলেননি। কারো সাথে এ নিয়ে কোনো কথাও হয়নি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।
ফোনে কথা বলার সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস কাবের সাধারণ সম্পাদক আবদাল আহমদ, ডিইউজের সভাপতি কবি আবদুল হাই শিকদার ও প্রেস কাবের যুগ্ম সম্পাদক কাদের গণি চৌধুরী।