Search
Close this search box.
Search
Close this search box.

জনৈক ফার্স্ট ক্লাস প্রাইভেট (পিএফসি) সেনাসদস্যকে পিটিয়ে ‘প্রায় মেরে ফেলার’ অভিযোগে দ. কোরিয়া সেনাবাহিনীর এক সার্জেন্টকে ৪৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। একই মামলায় গুরুতর নির্যাতনের অভিযোগে পাঁচ সৈনিককে তিন বছরের স্থগিতাদেশসহ পঁচিশ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হয়েছে। খিয়ংগি প্রদেশের ইয়োংইনে অবস্থিত ৩য় সামরিক আদালত বৃহস্পতিবার এসব রায় প্রদান করে।

pfc_yun_family
রায়ের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাচ্ছেন নিহত পিএফসি সেনাসদস্য ইয়ুনের পরিবারের সদস্যরা।

খবরে প্রকাশ, খিয়ংগি প্রদেশের ইয়নছনে সামরিক বাহিনীর ২৮তম পদাতিক ডিভিশনের উক্ত সার্জেন্টের মাত্রাতিরিক্ত শারীরিক ও মানসিক নির্যাতনে গুরুতর অসুস্থ ইয়ুন নামের ওই সেনাসদস্য গত ৭ এপ্রিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় সার্জেন্টসহ আরও তিনজনের বিরুদ্ধে উল্লেখিত আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়। বাদীপক্ষ এ মামলায় আসামীদের মৃত্যুদণ্ডের আবেদন জানায়। তবে তদন্তকারী কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের উপযুক্ত প্রমাণাদি উপস্থাপনে ব্যর্থ হওয়ায় আদালত অভিযুক্তদেরকে হত্যার অভিযোগ থেকে নিষ্কৃতি দেয়।

chardike-ad

মামলার বাদীপক্ষ জানিয়েছে তাঁরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করতে পারে।