Search
Close this search box.
Search
Close this search box.

10359563_864913513533613_2247858004148241064_nফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে সুইডেন। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্ট্রম এ তথ্য জানিয়েছেন। সুইডেনের জাতীয় দৈনিক ‘ডেগেনস নাইহেটার’ এ প্রকাশিত এক বিবৃতিতে স্বীকৃতির বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্ট্রম বলেন, রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবার সিদ্ধান্ত নিয়েছে সুইডেন সরকার। ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় আমাদের এ সিদ্ধান্ত এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

chardike-ad

আন্তর্জাতিক মধ্যস্থতাকারী হিসেবে সুপরিচিত দেশ সুইডেনের এ সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

এ সিদ্ধান্ত গ্রহণের এক মাস আগেও সুইডেন জানিয়েছিলো, ফিলিস্তিন ইস্যুতে তারা নিরপেক্ষ থাকতে চায়। সূত্র : ডন।