জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন, ন্যায় বিচার হয়েছে, রায়ে আমরা সন্তুষ্ট।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেছেন, ন্যায় বিচার হয়েছে।
অপর প্রসিকিউটর মোহাম্মদ আলী বলেছেন, রায়ে আমরা সন্তুষ্ট। আমরা তথ্য প্রমাণের আলোকে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছি। এ রায়ে দেশবাসীর আকাঙ্খা পূরণ হয়েছে।
অপর প্রসিকিউটর তুরিন আফরোজ বলেছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমরা প্রসিকিউশন এর জন্য লড়াই করেছি। শেষ পর্যন্ত আমরা জয়ী হয়েছি।