hartalআগামী বৃহস্পতি, রোব ও সোমবার সারা দেশে হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

বুধবার দুপুরে ঢাকা মহানগর জামায়াতের প্রচার সম্পাদক জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

chardike-ad

এরআগে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর শাখার একজন সহকারী সেক্রেটারি হরতালের ইঙ্গিত দিয়ে বলেছিলেন, রায় দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জামায়াতের ঢাকা মহানগর শাখার ওই সহকারী সেক্রেটারি বলেন, ‘মাওলানা নিজামীর রায় যদি বিপক্ষে যায় অর্থাৎ তার ফাঁসি হলে দুই দিনের হরতাল আসতে পারে। বৃহস্পতি ও রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হতে পারে। আজ রাতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দলের পক্ষ থেকে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘মতিউর রহমান নিজামী জামায়াতের মাথা। তিনি আমাদের আমির। বাংলাদেশের নয়নমণি। ১৬ কোটি তৌহিদি জনতার নেতা। তাকে নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। অন্যায়ভাবে রায় দেওয়া হলে এর পরিণাম হবে ভয়াবহ। সরকারকে খেসারত দিতে হবে চরমভাবে। শুধু হরতালই নয়, আরো কর্মসূচি পালন করা হবে। সে ক্ষেত্রে জেসএসসি পরীক্ষার সময়সূচি মাথায় নিয়ে কর্মসূচি ঘোষণা করা হবে।’

মানবতাবিরোধী অপরাধের দায়ে এর আগে যত রায় হয়েছে, তার প্রতিটি রায়ের দিন ও পরে হরতাল কর্মসূচি পালন করেছে জামায়াত। সে ক্ষেত্রে রায়ের আগের দিন হরতালের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু ব্যতিক্রম ছিল গত ২৪ জুন- নিজামীর রায়ের দিন ধার্য থাকলেও সেদিন কোনো কর্মসূচি দেয়নি জামায়াত। অবশ্য সেদিন নিজামীর রায়ও হয়নি।