ইউনুস খানের অনন্য ব্যাটিং শৈলীতে দুবাই টেস্টে অস্ট্রেলিয়াকে বিশাল ব্যবধানে পরাজিত করেছে পাকিস্তান। ২২১ রানের সেই জয়ে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ উপরে উঠে এসেছে পাকিস্তান। আর এতে এক ধাপ অবনমন হয়েছে ভারতের।
দুই ম্যাচ সিরিজে দুবাই টেস্ট জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মিসবাহ-উল-হকের নেতৃত্বাধীন পাকিস্তান দল। এই জয়ের ফলে চির প্রতিদ্বন্দ্বি ভারতকে টপকে আইসিসি র্যাংকিংয়ের ৫ম স্থান দখল করল পাকিস্তান।আর এক ধাপ নিচে নেমে ৬ষ্ঠ স্থানে নেমে গেল ভারত।
সোমবার আইসিসির দেয়া বিবৃতিতে বলা হয়, দুবাই টেস্টে জয়ের ফলে পাকিস্তান ভারতকে টপকে র্যাঙ্কিংয়ের ৫ম স্থান দখল করেছে। আর এতে অস্ট্রেলিয়ার শীর্ষ স্থান দখলের স্বপ্নও বড় ধরনের হোঁচট খেয়েছে।
দক্ষিণ আফ্রিকাকে হটিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল করতে হলে পাকিস্তানের বিরুদ্ধে ২ টেস্টেই জয়ী হতে হতো অস্ট্রেলিয়াকে। এখন আবু ধাবি টেস্টে জয়ী হয়ে ১-১ ব্যবধানে সিরিজ শেষ করতে পারলে দক্ষিণ আফ্রিকার চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে থেকে ২য স্থান ধরে রাখতে পারেব অসিরা।
অন্যদিকে, পাকিম্তানে সামনে রয়েছে আরও এগিয়ে যাওয়া সুযোগ। ২য় টেস্টেও জয়ী হতে পারলে ইংল্যান্ড, শ্রীলংকা এবং ভারতকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ের ৩য় স্থানে উঠে আসবে পাকিস্তান।
এদিকে, জিম্বাবুয়ের বিরুদ্ধে ঢাকা টেস্ট জিতে পয়েন্ট অর্জন করলেও আগের ১০ নম্বর অবস্থানেই থাকছে বাংলাদেশ।