Search
Close this search box.
Search
Close this search box.

bangladesh-srilanka

ক্রিকেট-ফুটবল—এক দিনে দুই খেলাতেই জয় পেয়েছে বাংলাদেশ। ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ৩ উইকেটে; ফুটবলে রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলের জয় এনে বহুদিন পর দর্শকদের বাঁধভাঙা আনন্দে ভাসালেন বাংলাদেশ ক্রিকেট-ফুটবলের খেলোয়াড়য়া।

chardike-ad

যশোরের মতো রাজশাহীতেও ফুটবলের প্রতি দর্শকের ভালোবাসা বিন্দু মাত্র ঘাটতি নেই। গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। তবে যশোর শামসুল হুদা স্টেডিয়ামের গ্যালারি উপচে মানুষ যেভাবে মাঠের ভেতর ঢুকে পড়েছিল, রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তেমনটি নয়। মাঠেও বাংলাদেশ দলের পারফরম্যান্সে বেশ পার্থক্য ছিল।

পাস, স্কিল, মধ্যমাঠের নিয়ন্ত্রণ, রক্ষণ—সবকিছুতেই শ্রীলঙ্কা থেকে এগিয়ে ছিল বাংলাদেশ। এ ম্যাচ ড্র হলে সেটি হতো বাংলাদেশের জন্য পরাজয়ের সমান! চার বছর আগে কলম্বোতে বাংলাদেশ ৩-০ গোলে হেরেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। ফলে সে পরাজয়ের দারুণ প্রতিশোধ তুলল মামুনুল ইসলামের দল। দুই দলের ১৩ সাক্ষাতে এ দিয়ে বাংলাদেশ জিতল ৮ বার।

ম্যাচের মাত্র ৩ মিনিটেই দর্শকদের আনন্দে ভাসালেন আগের ম্যাচের গোলদাতা জাহিদ হাসান এমিলি। বক্সে মামুনুল ইসলামকে ফাউল করায় পেনাল্টি পায় বাংলাদেশ। পেনাল্টি থেকে গোল আদায়ে ভুল হয়নি এমিলির। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে এ নিয়ে ১৮ গোল এমিলির।

২৮ মিনিটে সমতায় ফেরনোর দারুণ এক সুযোগ পায় শ্রীলঙ্কা। গোলরক্ষক রাসেল মাহমুদের দক্ষতায় এ দফা বিপদ থেকে রক্ষা পায় বাংলাদেশ। ৩১ মিনিটে আগের ম্যাচে শ্রীলঙ্কার গোলদাতা রোশানের ফ্রি কিকটি গোলবারে লাগায় আরেক দফা রক্ষা পায় স্বাগতিকেরা। বিরতির কিছু আগে চোটাক্রান্ত হয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ দলের মধ্যমাঠের প্রাণভোমরা মামুনুল।

দ্বিতীয়ার্ধের শুরুতে এমিলি দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন। তবে তার হেডটি জাল খুঁজে পায়নি। ৭২ মিনিটে মিঠুন চৌধুরী অফসাইডে ফাঁড়ায় পড়ে আরেকটি গোলের সুযোগ হারান। তবে ম্যাচে বাংলাদেশের গোলরক্ষক রাসেলের পারফরম্যান্স ছিল বলার মতোই।