Search
Close this search box.
Search
Close this search box.

imam-bukhari-of-delhi-jama-masjidভারতের দিল্লি জামে মসজিদের শাহী ইমামের গায়ে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে দেশটির পুলিশ।

এক খবরে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রোববার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার হঠাৎ করেই ওই যুবক সাথে থাকা বোতল থেকে শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারীর গায়ে কেরোসিন ঢেলে লাইটার জ্বালানোর চেষ্টা করতে থাকে।

chardike-ad

তবে লাইটার ঠিকমত কাজ না করায় সে যাত্রায় বেঁচে যান বুখারী। পরে ইমামের দেহরক্ষীরা বিষয়টি টের পেয়ে ছুটে আসেন এবং হামলাকারীকে ধরে পুলিশে খবর দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ওই ব্যক্তি জানিয়েছে, তার নাম কামালুদ্দিন এবং বাড়ি পশ্চিমবঙ্গ রাজ্যের চব্বিশ পরগণায়।

দিল্লি পুলিশের ধারণা, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।

তবে তার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে এবং এ ব্যাপারে আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।