দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুটবল দলের অধিনায়ক সেনজো মেইয়া গুলিতে নিহত হয়েছেন। রোববার রাতে বান্ধবীর বাড়িতে ডাকাতচক্রের হামলায় নিহত হন ২৭ বছর বয়সী এই গোলকিপার। খবর ডেইলি মিরর।
দেশটির পুলিশ এক ট্যুইটার বার্তায় ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, আহতাবস্থায় হাসপাতালে আনার পর তিনি মারা যান।
কর্মকর্তারা বলছেন, জোহানেন্সবার্গ থেকে ২০ মাইল দক্ষিণের একটি শহরে বান্ধবীর বাড়িতে রাত ৮টার দিকে গুলির শিকার হন সেনজো।
একটি সূত্র বলছে, দস্যুরা সেনজোর মোবাইলটি নিতে চাইলে তা দিতে অস্বীকৃতি জানান তিনি। এরপর তাকে গুলি করা হয়।
সেনজোর হত্যাকারীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেয়ার অঙ্গীকার করেছে পুলিশ। খুনীদের ব্যাপারে তথ্য প্রদানকারীকে দেড় লাখ র্যান্ড পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে।