অযথা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কারণে অনেক সময়ই দেখা যায়, ফেসবুকে অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন না।
আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করার সংখ্যাটা যদি বেশি হয়ে যায়, তাহলে তা আবার সমস্যা। কেননা এমন অ্যাকাউন্টগুলোকে অন্য ইউজারদের জন্য বিরক্তকারী হিসেবে গণ্য করে থাকে ফেসবুক কর্তৃপক্ষ। ফলে সতর্কতা স্বরূপ সেসব অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো সাময়িকভাবে স্থগিত করে দেয়।
তাছাড়া ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে তা অনেক দিন ধরে অন্যের কাছে পড়ে থাকার বিষয়টি বিব্রতকরও। তাই আপনার পাঠানো পুরোনো ফেন্ড্র রিকোয়েস্টগুলোর তালিকা চাইলে সহজেই প্রোফাইল থেকে দেখে নিতে পারেন।
এজন্য প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলে গিয়ে Friends অপশনটিতে ক্লিক করুন। এবার Find Friends অপশনটিকে ক্লিক করুন।
এবার যে পেজটি আসবে সেখানে Respond to Your Friend Requests অপশনটির নিচে ছোট করে আরো একটি অপশন View Sent Requests দেয়া আছে।
View Sent Requests অপশনটিতে ক্লিক করলে আপনি আপনার পাঠানো পেন্ডিং ফ্রেন্ড রিকোয়েস্টগুলোর তালিকা পেয়ে যাবেন। সুতারাং আপনার পাঠানো যেসব পেন্ডিং রিকোয়েস্টগুলো আপনি বাতিল করতে চান, এখান থেকে তা সহজেই করতে পারবেন।