চলতি ২০১২ সালে কোরিয়ায় বিদেশি পর্যটকের সংখ্যা ১কোটি ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে কোরিয়া ন্যাশনাল টুরিজম অর্গনাইজেশন। সরকারী এই সংস্থা জানিয়েছে জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯মাসে পর্যটকের সংখ্যা ৮৪ লাখ ৪০ হাজার ছাড়িয়ে গেছে। এই বছরের শেষ নাগাদ ১ কোটি ১৩ লাখ পর্যটক কোরিয়া ভ্রমণ করবে বলে ধারণা করছে সংস্থাটি। “হাল্লিয়্যু”র (কোরিয়ান ওয়েভ) কারণে জাপান চীনসহ সব দেশ থেকেই পর্যটকদের সংখ্যা দিনদিন বাড়ছে বলে জানিয়েছেন কর্তাব্যক্তিরা। প্রথম বারের মত ১ কোটি পর্যটক আসার দিন ইনচন বিমানবন্দরে বিশেষ উৎসবের আয়োজন করবে বলে জানিয়েছে কোরিয়া ন্যাশনাল টুরিজম অর্গনাইজেশন। উল্লেখ্য, গত বছর ৯৭ লাখ ৯০ হাজার পর্যটক কোরিয়া ভ্রমণ করেছিল। (ইউনহাপ অবলম্বনে)
