asuraপবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার থেকে ১৪৩৬ হিজরি সনের মুহাররম মাস গণনা হবে। আর আগামী ৪ নভেম্বর মঙ্গলবার ১০ মুহাররম সারা দেশে পবিত্র আশুরা উদযাপিত হবে।

শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব প্রিন্সিপাল মতিউর রহমান।

chardike-ad

সভায় ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমদ, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডা. মো. বোরহান উদ্দিন, যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মো. মাকসুদুর রহমান পাটয়ারী, বায়তুল মুকাররমের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজউদ্দিন আহমাদ, আবহাওয়া অধিদপ্তরের পারচালক মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।